কালভার্টের নিচ থেকে ১১ হাজারের বেশি কফ সিরাফ উদ্ধার

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : কালভার্টের নিচে লুকিয়ে রাখা ১১ হাজারের বেশি কফ সিরাফ উদ্ধার করল কাছাড় পুলিশ। শুক্রবার গভীর রাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বড়খলা থানার অধীন দামছড়ায় হাইওয়ের একটি কালভার্টের নিচ লুকিয়ে রাখা নেশা জাতীয় কফ সিরাফ উদ্ধার করে।

কালভার্টের নিচ থেকে ১১ হাজারের বেশি কফ সিরাফ উদ্ধার

পুলিশ সুপার নুমুল মাহাতোর নেতৃত্বে চলা অভিযানে ৭৪টি কার্টন উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ১৫০ বোতল এবং মোট ১১,১০০ বোতল কোডাইন ভিত্তিক কফ সিরাপ ছিল। পুলিশ সূত্রে জানা যায় কালোবাজারে মাদকদ্রব্যের মূল্য প্রায় ২ কোটি টাকা। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে।

কালভার্টের নিচ থেকে ১১ হাজারের বেশি কফ সিরাফ উদ্ধার
Spread the News
error: Content is protected !!