ফি বৃদ্ধি আন্দোলনকে নৈতিক সমর্থন এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতকোত্তর ও স্নাতক (ইন্টিগ্রেটেড) কোর্সের ছাত্র ছাত্রীদের ফিজ মাত্রাতিরিক্ত বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানায় এআইডিএসও, আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় যে গতকাল আসাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ ও ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে কর্তৃপক্ষ ফিজ সংক্রান্ত বিষয়ে ছাত্র ছাত্রীদের পরবর্তী সিদ্ধান্ত নিতে যে কমিটি গঠন করেছেন তাতেও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের যুক্ত করা প্রয়োজন।
সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি স্মারকপত্র ই-মেল যোগে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রেরণ করে একই দাবি জানানো হয়। পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ ও ছাত্র ছাত্রীদের ফিজ বৃদ্ধি বিরোধী আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে বলা হয় যে সম্প্রতি গুয়াহাটি আইআইটি, শিলচর এনআইটি ইত্যাদি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও একতরফাভাবে মাত্রাতিরিক্ত ফিজ বৃদ্ধি করা হয়েছে। এর বিরুদ্ধেও ছাত্রছাত্রীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
উচ্চশিক্ষা অর্জনে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছাত্র ছাত্রীদের আটকে দেওয়া এবং উচ্চ শিক্ষার ব্যবসায়ীকরণ ঘটানোই এগুলোর মূল লক্ষ্য। তাই শক্তিশালী ছাত্র আন্দোলনের মাধ্যমেই ছাত্র ছাত্রীদের ন্যায় সঙ্গত দাবি আদায় করা সম্ভব।