সোমবার পাথারকা‌ন্দি‌তে নাট‌্যমিলন সন্ধ‌্যা

বরাক তরঙ্গ, ২ মার্চ : পাথারকা‌ন্দি‌তে নাট‌্যমিলন সন্ধ‌্যার আয়োজন করছে নাট্যজন। সোমবার পাথারকান্দি নাট্যজনের আয়োজনে এবং পাথারকা‌ন্দি ক‌লেজ অব এডু‌কেশ‌নের সহযোগিতায় একটি নাট্যমিলন সন্ধ‌্যা অনুষ্ঠিত হবে। বিএড কলেজ অডিটরিয়াম হলে দুপুর দু‌টো থে‌কে শুরু হবে নাটক।

এতে নাটক পরিবেশন করবে পশ্চিমবঙ্গের নাট্যদল থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরির কলাকুশলীরা।  নাট‌্যপ্রেমী দর্শক‌দের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আয়োজক ক‌মি‌টির কর্মকর্তারা।

সোমবার পাথারকা‌ন্দি‌তে নাট‌্যমিলন সন্ধ‌্যা

Author

Spread the News