মনাছড়ায় বাঁদরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ

পিএনসি, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ মে : হাইলাকান্দি থেকে ৭ কিলোমিটার দূরে মনাছড়ায় এলাকাবাসী বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাঁদরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। বাঁদরগুলো যে  কেবল মাঠের সবজিই নষ্ট করছে এমন নয়, মানুষের বাড়িতে ঢুকে হাঁড়ি-পাতিলে রাখা রান্না করা খাবার জোর করে কেড়ে  নিয়ে যাচ্ছে। মনাছড়ার বাসিন্দারা বাঁদরদের হাত থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে কাতর আবেদন জানিয়েছেন।

মনাছড়ায় বাঁদরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ
Spread the News
error: Content is protected !!