সোনাই কলেজের জিএস রাকিবুল, এক ভোটের তফাতে ভিপি হলেন মহসিনা
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মাত্র এক ভোটে জয়ী হলেন মহসিনা বেগম লস্কর। সোনাই মাধচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে সহ-সভাপতি পদে তাঁর কাছে এক ভোটে পরাজিত হন অপর্ণারানি দাস।সোমবার সকাল দশটা থেকে কলেজের দু’টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। কলেজের ছাত্র ইউনিয়নের মোট ১২টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ভোটার প্রায় ১৫০০। এদিন সন্ধ্যায় ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয় এতে সহ-সভাপতি পদে ৩৩০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন মহসিনা বেগম লস্কর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর্ণারানি দাস পেয়েছেন ৩২৯টি ভোট। এবং তৃতীয় প্রার্থী হিসেবে নুরজাহান বেগম লস্করের ঝুলিতে পড়েছে আটটি ভোট।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রাকিবুল হোসেন লস্কর। তাঁর প্রাপ্ত ভোট ৩৪৮টি। তিনি সাইদুল আলমকে পরাজিত করেছেন সাইদুল আলম পেয়েছেন ২২৮টি ভোট। একইভাবে সহকারী সাধারণ সম্পাদক ৩৩৫ ভোটে জয়ী হন সালমান হোসেন বড়ভূইয়া। এই পদে ৩১৭ ভোট পেয়ে হেরেছেন মস্তর অপু লস্কর। ক্রীড়া সম্পাদক হয়েছে আরশাদ হোসেন মজুমদার। ভোট পান ৩২০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্বাস উদ্দিন বড়ভূইয়া পান ৩০৩টি ভোট। সহকারী ক্রীড়া সম্পাদক পদে জয়লাভ করেন সুবল হোসেন চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ৩৪৪টি। সোনিয়া সিংহ পেয়েছেন ৩২৯টি ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন তৌহিদা বেগম লস্কর। তিনি পেয়েছেন ৩১৬টি ভোট। মাত্র দুই ভোটে পরাজিত হন জহুরা খানম লস্কর। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সুয়েল আহমেদ বড়ভূইয়া। প্রাপ্ত ভোট ৩৩৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিল হোসেন বড়ভূইয়া পেয়েছেন ৩০৭টি ভোট। গ্রন্থাগার সম্পাদক রুমন বেগম লস্কর। এক ভোটে জয়ের মুখ থেকে সরে যান কাওসার আহমেদ লস্কর। রুমন পেয়েছেন ৩২১টি ভোট। ম্যাগাজিন সম্পাদক পদে ৩২৯ ভোটে জয়ী হন তানিস বেগম বড়ভূইয়া। পরাজিত হন মুকিদা বেগম লস্কর, ৩১২ ভোট পান। বয়েজ কমনরুম সম্পাদক মিবসার আহমেদ লস্কর। প্রাপ্ত ভোট ৩২৮টি। নিকটতম প্রার্থী মকছুব হোসেন চৌধুরী পেয়েছেন ৩২৩টি ভোট।
গার্লস কমনরুম সম্পাদক পদে জয়ী হন শায়মা মোহাম্মদ আখতার। পেয়েছেন ৩১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন বেগম লস্কর পান ২৭৭ ভোট। ডিবেট সম্পাদক হয়েছেন শহিদ আহমেদ লস্কর। ৩১৭টি ভোট পান তিনি। এই পদে মুফাজ্জল হোসেন বড়ভূইয়া ২৮০ ও আলফাজ হোসেন চৌধুরী ৩৫টি ভোট পান।
এ দিন, ঐতিহ্যবাহী সোনাই মাধব চন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। ভোট দিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হল ছাত্রছাত্রীদের মধ্যে। সকাল দশটা থেকে কলেজের দু’টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায়। ইউনিয়নের নির্বাচনে অবজারভার হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, অধ্যাপক আফসর হোসেন লস্কর ও অধ্যাপক শাহাজান আহমেদ লস্কর।