আরজি কর কাণ্ডের অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে : মোহন ভাগবত

১৩ অক্টোবর : আরজি করের ঘটনা ক্রমেই দেশব্যাপী প্রভাব ফেলতে শুরু করেছে। এবার এই ঘটনায় সরব হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। ধর্ষণ ও খুনের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে জানিয়েছেন তিনি। ভাগবতের দাবি, অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে।

গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে খুন হন এক তরুণী চিকিৎসক। তারপর থেকেই উত্তাল গোটা রাজ্য। আন্দোলন হয়েছে দেশ এমনকি বিশ্বের বহু দেশেই। এখনও জারি রয়েছে প্রতিবাদ। পুজোর মধ্যেও আন্দোলনে উত্তপ্ত শহরের রাজপথ। এরই মধ্যে মোহন ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। দশেরা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। মোহন ভাগবতের বক্তব্য, সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে, রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের স্বার্থের কথা ভাবছে। যাতে আসল বিষয়গুলি থেকে সকলের নজর সরে যাচ্ছে। আরএসএস এই বছরটিকে তাদের শতবর্ষকে মাথায় রেখে আলাদা গুরুত্ব দিচ্ছে। মোহন ভাগবত জানিয়েছেন, দেশের উন্নতি যেমন হচ্ছে তেমন সমস্যাও রয়েছে। তাই সকলের অহল্যাবাই হোলকার, দয়ানন্দ সরস্বতী, বিরসা মুন্ডার অনুপ্রেরণায় চলা উচিত।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

আরজি কর কাণ্ডের অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে : মোহন ভাগবত
আরজি কর কাণ্ডের অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে : মোহন ভাগবত

Author

Spread the News