দিল্লি, বিহারে ভূমিকম্প, সতর্ক থাকার বার্তা মোদির

১৭ ফেব্রুয়ারি : বড় ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০।

ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এ দিকে, দিল্লির পর এবার বিহারেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.০ পরিমাপ করা হয়েছিল। আজ, সোমবার সকাল ৮.০২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

দিল্লিতে ভূমিকম্পের পর সকলকে সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এদিন এক্স হ‍্যান্ডেলে লেখেন, ‘দিল্লি ও আশেপাশের এলাকায় এদিন কম্পন অনুভূত হয়েছে। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকুন। পাশাপাশি সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। নিরাপদ থাকুন। সতর্কতা অবলম্বন করুন। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে

দিল্লি, বিহারে ভূমিকম্প, সতর্ক থাকার বার্তা মোদির
দিল্লি, বিহারে ভূমিকম্প, সতর্ক থাকার বার্তা মোদির

Author

Spread the News