সংখ্যালঘুদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ, মোদির প্রশংসা আহমেদিয়া মুসলিম ইয়ুথ এর

২২ ফেব্রুয়ারি : বিরোধীরা মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) হিন্দুত্ববাদী নেতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। কিন্তু, বুধবার সেই প্রধানমন্ত্রীর প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠতে দেখা গেল একাধিক মুসলিম সম্প্রদায়ের নেতাদের।

বুধবার এনআইডি ফাউন্ডেশনের উদ্যোগে অল ইন্ডিয়া মাইনরিটি কনক্লেভের (All India Minority Conclave) আয়োজন করা হয়েছিল। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল, অমৃতকালে সংখ্যালঘুদের ভূমিকা। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির সরকার সংখ্যালঘুদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বলে তাঁর ভূয়সী প্রশংসা করেন মুসলিম সংগঠনের নেতারা।

সংখ্যালঘুদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ, মোদির প্রশংসা আহমেদিয়া মুসলিম ইয়ুথ এর

এ প্রসঙ্গে ভারতের আহমেদিয়া মুসলিম ইয়ুথ অ্যাসোসিয়েশনের (Ahmadiyya Muslim Youth Association India) সভাপতি বলেন, “ইসলাম কখনই তিন তালাকের অভ্যাসকে গ্রহণ করে না। তাই এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সরকার যে পদক্ষেপ নিয়েছে তা ভালো। এটা মহিলাদের শক্তিশালী করার জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। আমরা এই উদ্যোগকে শ্রদ্ধা জানাই।”

আহমেদিয়া মুসলিম কমিউনিটি সংগঠনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর আশান ঘোউরি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ ও এখানে থাকা সংখ্যালঘুদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন যা সত্যি প্রশংসনীয়। ভালো জিনিসের সবসময় প্রশংসা করতে হয় আর আমরা তাদের সমর্থন করছি।”

Author

Spread the News