সিঙ্গাপুরে ভারতীয়দের সঙ্গে ঢোল বাজালেন মোদি

৫ সেপ্টেম্বর : ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দুই দেশের বন্ধুত্ব বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে সিঙ্গাপুর (Singapore) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এটি সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর পঞ্চম আনুষ্ঠানিক সফর। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দেশের বিভিন্ন শিল্প-বাণিজ্য কর্তাদের সঙ্গেও মত বিনিময় করেন মোদি। বুধবার রাতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজেও অংশ নেন তিনি।

এদিন সিঙ্গাপুরে পৌঁছতেই সেদেশে বসবাসকারী ভারতীয়রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এমনকি মোদিকে ঢোল বাজাতেও দেখা গিয়েছে। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মোদি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।

সিঙ্গাপুরে ভারতীয়দের সঙ্গে ঢোল বাজালেন মোদি

এ দিকে, মঙ্গলবার ব্রুনেই (Brunei) যান মোদি। সেদেশে গিয়েই প্রথমে বিখ্যাত ওমর আলি সইফুদ্দিন মসজিদ পরিদর্শনে যান তিনি। ব্রুনেইয়ের ভারতীয় দূতাবাসের একটি অংশেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন তিনি। সেই সফর শেষেই এবার সিঙ্গাপুরে গেলেন মোদি। সিঙ্গাপুরে দু’দিনের সফর শেষে ভারতে ফিরবেন তিনি।

সিঙ্গাপুরে ভারতীয়দের সঙ্গে ঢোল বাজালেন মোদি
সিঙ্গাপুরে ভারতীয়দের সঙ্গে ঢোল বাজালেন মোদি

Author

Spread the News