দিল্লিতে ডোভাল-রাজনাথ সহ তিন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক মোদির

১০ মে : ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে যোগ দিয়েছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরাও।

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলেছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। ভারতের সেনাঘাঁটিগুলিকে নিশানা করেছে পাক সেনা। আদমপুর, উধমপুর, ভাটিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাইস্পিড মিসাইল ছোড়া হয়েছে। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমানে নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। পালটা পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করেছে ভারত।

এদিন ভারতের বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনার যৌথ সাংবাদিক সম্মেলনে বলা হয়, ‘দেখা গিয়েছে, পাকিস্তান সেনা তাঁদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে।’ পাকিস্তান যদি উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে ভারত যোগ্য জবাব দেবে বলে স্পষ্ট জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি (Sofia Qureshi) এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং (Vyomika Singh)।

এদিকে, ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে পাক আগ্রাসন রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা করতেই এদিন প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক করলেন বলে মনে করা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

দিল্লিতে ডোভাল-রাজনাথ সহ তিন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক মোদির
Spread the News
error: Content is protected !!