হজ : সৌদির সঙ্গে চুক্তি স্বাক্ষর মোদি সরকার

৯ জানুয়ারি : দেশের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সুখবর। চলতি বছরে ভারত থেকে আরও বেশি মানুষ যাতে হজে যেতে পারেন, তারজন্য সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল মোদী সরকার। এই চুক্তি অনুযায়ী, দেড় লাখের বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ যেতে পারবেন হজে। সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি দিল্লির। চুক্তির কথা জানিয়ে পোস্ট স্মৃতি ইরানির। চুক্তি অনুযায়ী, দেড় লাখের বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ যেতে পারবেন হজে।

বর্তমানে সৌদি আরব সফর করেছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। হজ নিয়ে জেড্ডায় সৌদির হজ সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী তৌফিক বিন ফাওজানের সাথে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের পর একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুয়ারে, চলতি বছর থেকে ১.৭৫ লাখের বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ হজে যেতে পারবেন।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর ১ লাখ ৪০ হাজার মুসলিম ধর্মাবলম্বীরা ভারত থেকে হজে যেতে পারতেন। এবার থেকে কোটা বৃদ্ধি পেয়ে হল ১ লাখ ৭৫ হাজার। এতে ধর্মপ্রাণ মানুষরা উপকৃত হবে বলে জানানো হয়েছে। ২০২৪ সালে যাঁরা হজে যেতে ইচ্ছুক, গ্রুপ অপরেটরদের মাধ্যমে যেতে পারবেন বলে মন্ত্রকের তরফে বলা হয়েছে। খবর : এই সময়

Author

Spread the News