দুই দিনের সফরে কুয়েত পৌঁছলেন মোদি
২১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত রাজ্যের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবর আল-সাবার আমন্ত্রণে দুই দিনের সফরে কুয়েত পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদির কুয়েত সফর ৪৩ বছরে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর, সিরিয়ায় বাসার আল-আসাদের শাসনের পতনের দুই সপ্তাহ পর এবং গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির সংকেতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
কুয়েতে সফরকারী সর্বশেষ ভারতীয় প্রধানমন্ত্রী ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানানো হয়। স্বাগত জানাতে আসা ভারতীয় কমিউনিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত শহরে ১০১ বছর বয়সী প্রাক্তন আইএফএস কর্মকর্তা মঙ্গল সেন হান্ডার সঙ্গে সাক্ষাৎ করেন।
ভ্রমণের সময় মোদি কুয়েতের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এবং ভারতীয় কমিউনিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কুয়েতের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেছিলেন, “শীর্ষ কুয়েতি নেতৃত্বের সঙ্গে আমার আলোচনা ভারত এবং কুয়েতের মধ্যে ভবিষ্যতের অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করার সুযোগ হবে।” তিনি আরও বলেন, “আমরা কুয়েতের সঙ্গে প্রজন্ম ধরে চলতে থাকা ঐতিহাসিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিই। আমরা শুধু শক্তিশালী ব্যবসায়িক ও শক্তির অংশীদারই নই, পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতেও আমাদের শেয়ার করা স্বার্থ রয়েছে।” মোদি বলেন, “কুয়েতের আমির, যুবরাজ এবং প্রধানমন্ত্রী সঙ্গে আমার বৈঠক নিয়ে তিনি অত্যন্ত উত্তেজিত।”