পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি

পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পূর্ব ধলাইর পালংঘাট বাজারে চোরের হানা। শাটার ভেঙে দুটি দোকানে হাত সাফাই করলো চোরের দল। সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই চোরের দল প্রায় ৩৩ লক্ষাধিক টাকার মোবাইল ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে প্রাত:ভ্রমণে বেরিয়ে আসা স্থানীয়দের চোখে পড়ে দুটি দোকানের শাটার ভাঙার দৃশ্য। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ধনেশ্বর দাস সদলবলে পৌছেন ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুর। কুকুরের তল্লাশি ব্যর্থ পরিলক্ষিত হয়।

জানা যায়, রাতে পালংঘাট বাজারের দীপশিখা মোবাইল স্টোর নামের মোবাইলের দোকানের  প্রায় ১৩ লক্ষাধিক টাকার আই ফোন সহ বিভিন্ন কোম্পানি ও মডেলের মোবাইল নিয়ে যায় চোরের দল। দোকান মালিক আয়ুস দাস সংবাদমাধ্যমকে জানান, রাতে প্রতিদিনের মতোই দোকানের শাটার বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। সকালে স্থানীয়রা তাকে ফোন যোগে দোকানে চুরির খবর দিলে তার যেন পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এসে দেখেন দোকানে আর কিছুই বাকি থাকেনি। অশ্রুঝরা চোখ মুছে বলেন, আমার সারা জীবনের মেহনত এই দোকানেই ছিল। আজ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে।

পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি

এদিকে  উষা রানি জুয়েলার্স নামের একটি দোকানেও একই কায়দায় চুরি কাণ্ড সংঘটিত হয়। এখানে প্রায় ২০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল। জুয়েলার্সের মালিক কানু রায়ের স্ত্রী সুলতা রায় সংবাদ মাধ্যমকে জানান, পূজার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কিছু অলঙ্কার তুলে দোকান সাজিয়েছেন তারা। কিন্তু একই রাতে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। শাটার ভেঙে রাত আনুমানিক আড়াইটার দিকে এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা তাদের। পালংঘাট পুলিশ এই ঘটনায় জড়িতদের বের করতে তদন্তে নেমে পড়েছে।

পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি

Author

Spread the News