ফের জনতার তাড়া! প্রার্থী রেখে পলায়ন বিধায়ক সুজামের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : ফের করিমগঞ্জ লোকসভা আসনের ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলামের নির্বাচনী প্রচারে গিয়ে একই ঘটনার মুখোমুখি হলেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। কাটলিছড়ার হরিশনগর জিপির অরণ্যপুর এলাকায় সোমবার বিকালে এমন অভাবনীয় ঘটনার শিকার হন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। অবস্থা বেগতিক দেখে সাহাবুল ইসলাম উত্তেজিত জনতাকে বাগে আনতে বারবার করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেও উত্তেজিত জনতা বাগে আসছেন না দেখে ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলামকে রেখে কোনক্রমে পালিয়ে যান কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। সুজামের সুরক্ষিত দূর্গে এমন অভাবনীয় পরিস্থিতির  শিকার হবেন ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

জানা গেছে, অরণ্যপুর এলাকার একটি রাস্তা নির্মাণের বারবার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনগণ। বিধায়ক সুজাম উদ্দিন এ ব্যাপারে কোন বিহীত পদক্ষেপ না নেওয়ায় জনগণের ক্ষোভ বাড়তে থাকে দীর্ঘদিন থেকে। নির্বাচনের প্রাক মূহুর্তে এমন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আজ। বিধায়ক সুজাম উদ্দিন নিজের কেন্দ্রে সাহাবুল ইসলামকে নিয়ে জনসভা করতে গিয়েছিলেন। আগেই প্রচার হয়েছিল বিধায়ক সুজাম আসছেন। খবর পেয়ে রাস্তায় জনতা গাড়ি আটকে বিধায়ক সুজাম উদ্দিন মূর্দাবাদ, বদরুদ্দিন আজমল মূর্দাবাদ, ইউডিএফ মূর্দাবাদ ধ্বন্নি দিতে থাকেন। পরিস্থিতি এক পর্যায়ে ব্যাপক আকার ধারণ করে। জনগণের রোষের মুখে পড়ে শেষ পর্যন্ত ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলামকে রেখে বিধায়ক সুজাম উদ্দিন পালিয়ে যান। এতে বিপাকে পড়ে যান সাহাবুল, তিনি জনতাকে বারবার হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করে বলতে থাকেন আমার কি ভূল এখানে। উত্তেজিত জনতাকে সাহাবুল চৌধুরীকে সাফ ভাবে জানিয়ে দেন, তাঁরা এই ভোটে কংগ্রেসের সঙ্গে তাই ভোট ভিক্ষার জন্য না আসার আহ্বান জানান।

ফের জনতার তাড়া! প্রার্থী রেখে পলায়ন বিধায়ক সুজামের

এদিকে, ভোটের দিন যত ঘনিয়ে আসছে বিধায়ক সুজাম উদ্দিনের দুর্দিনও তাড়া করছে ! পরপর দু দিন নিজের নির্বাচন এলাকা থেকে জনতার তাড়া খেয়ে গা ঢাকা দেওয়ার ঘটনায় জনমনে প্রশ্নের সৃষ্টি করছে। রবিবার লালা থানার নিয়ামতপুর গ্রামের ঘটনার পর সোমবারও অনুরূপ ঘটনা ঘটে কাটলিছড়া থানার হরিশনগর পঞ্চায়েতের অরণ্যপুর গ্রামে। রবিবারও একই ভাবে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া জনতার রোষের শিকার হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অবশ্য প্রার্থী সাহাবুল ইসলামকে হেনস্থা করা হয় নি। তিনি বরং স্থানীয় উত্তেজিত মানুষকে নিরস্ত হতে চেষ্টা করেন।

Author

Spread the News