টেনিস হয়েছে, এবারে শিলচরে রেংকিং ব্যাডমিন্টন হোক : বিধায়ক দীপায়ন চক্রবর্তী

ডিএসএ-র নব গঠিত কমিটি সদস্য সহ সেরা খেলোয়াড়দের সংবর্ধনা দিল ফ্রেন্ডস অব দ্যা আর্থ

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :  রবিবার শিলচরের হোটেল ইলোরার প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত প্রত্যেক সদস্য সহ সাম্প্রতিক কালে বিভিন্ন খেলায় ছাপ ফেলা সেরাদের সংবর্ধিত করল জেলার অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন ফ্রেণ্ডস অব দ্যা আর্থ।

টেনিস হয়েছে, এবারে শিলচরে রেংকিং ব্যাডমিন্টন হোক : বিধায়ক দীপায়ন চক্রবর্তী

তাদেরকে উত্তরীয় ও স্মারক সম্মানে ভূষিত করেন ফ্রেণ্ডস অব দ্যা আর্থের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সভাপতি শিবব্রত দত্ত বলেন, ১২ বছর হয়েছে ফ্রেন্ডস অব দ্যা আর্থের। সংগঠনটি খেলোয়াড় ও খেলার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িতদের সম্মান দিচ্ছে । সেটা অতি প্রশংসনীয় কাজ। জেলা ক্রীড়া সংস্থার কাজে সবসময়েই এগিয়ে থাকে ফ্রেণ্ডস অব দ্যা আর্থের সদস্যরা। শিবব্রতবাবু বলেন, তিনি রাজনীতি বুঝেন না। তাই রাজনীতির উর্ধ্বে উঠে খেলার স্বার্থে কাজ করে যেতে চান এবং এভাবে করেও যাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,  সাম্প্রতিক অসম মেজর রেংকিং টিটি সফলভাবে আয়োজন করে সক্রিয়তার প্রমান করে দিয়েছে শিলচর ডিএসএ। এবারে তারা যেন রেংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবেন। তিনি বলেন, রেংকিং টিটি আয়োজনে আমরা প্রশংসিত হয়েছি। আমাদের পরিকাঠামোও নেহাত কম নয়। অতএব এবারে চাই, রেংকিং ব্যাডমিন্টন। এজন্য যা করনীয় তা করতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের আহ্বান জানান এবং এজন্য সবধরনের সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ফ্রেন্ডস অব দ্যা আর্থের সকল সদস্যদের ভুয়সী প্রশংসা করেন এবং বলেন, ওদের কর্মঠতার জন্যই সাম্প্রতিক অসম রেংকিং টুর্নামেন্টে যারাই অংশ নিয়েছেন তারা শিলচরের আথিতেয়তায় মুগ্ধ হয়েছেন। এধরনের কর্মঠ ছেলেদের জেলা ক্রীড়া সংস্থায় অতি প্রয়োজন বলেও মন্তব্য করেন। বিশেষ করে ফ্রেন্ডস অব দ্যা আর্থের সচিব মাসুম আহমদ লস্করের প্রশংসা করেন এবং তাঁকে আগামীতে শিলচর ডিএসএ-র জেনারেল কাউন্সিল মেম্বার কীভাবে করা যায়, সে চেষ্টা তিনি করবেন বলেও জানান বিধায়ক ।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন
শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মায়া হোটেলের পক্ষে দেবাংশু শর্মা বলেন, গরীব অথচ প্রতিভাবান খেলোয়াড়দের স্কলারশিপ দিয়ে তারা সহায়তা করবেন। অনুষ্ঠানে তাঁকেও আয়োজকদের পক্ষে সম্মান প্রদর্শন করা হয়। শেষে অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সফলতার স্বীকৃতিস্বরূপ শাটলার বনীপ সিনহা ও বদরপুরের সৈয়দ আবু মোহাম্মদ ইউসুফ, সুরজ গোয়ালা, টেবিল টেনিসের খুঁদে তারকা দিবিজা পাল, দাবায় সোরাম রাহুল সিংহ ও ইফতিকার আলম মজুমদারকে উত্তরীয় ও স্মারক সম্মানে ভূষিত করা হয়।

তাছাড়া জেলা ক্রীড়া সংস্থার ৪ কর্মীকে নগদ ১ হাজার টাকা সমেত উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয়। সবশেষে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত ২৬ জনকে স্মারক সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিরা। এরমধ্যে সাধারণ সচিব অতনু ভট্টাচার্য সহ জনাকয়েক জেলার বাইরে বা বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি। তাদেরকে পরবর্তীতে সেটা দেয়া হবে বলে জানানো হয়। এদিন জেলা ক্রীড়া সংস্থার হয়ে সম্মাননা গ্রহণ করেন সভাপতি শিবব্রত দত্ত, সহ সভাপতি আশুতোষ রায়, নন্দদুলাল রায়, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ফুটবল সচিব বিকাশ দাস, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, অরিজিৎ গুপ্ত, দেবাশীষ সোম, হিমাদ্রি শেখর দাস, অজয় কুমার রায়, কৌশিক রায়, সমর রায় সহ অন্যান্যরা। সম্মানিত করা হয় এবছরের নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট রানার্স আপ দলের অধিনায়ক প্রীতম দাস সহ গোটা দলকেও। প্রীতম দাস আয়োজক সংগঠনের সভাপতিও বটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস অব দ্যা আর্থের সচিব মাসুম আহমদ লস্কর। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ফুলের চারাগাছ দিয়ে বরণ করা হয়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News