বিধায়ক বলীন চেতিয়ার আবাস রক্তাক্ত
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : রাজধানীর হাইসিকিউরিটি এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। বিধায়ক বলীন চেতিয়ার বাড়ি রক্তে রঞ্জিত। শদিয়ার বিধায়ক বলীন চেতিয়ার আবাসে মারপিটের ঘটনা ঘটে। মারধর করা হয় সঞ্জীব সন্ন্যাসীকে। মারধর করেন সঞ্জীব গোঁহাই নামে একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সঞ্জীব সন্ন্যাসীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হওয়ার সময় বিধায়ক বাড়িতে ছিলেন না। অভিযুক্ত সঞ্জীব গোঁহাই বলীন চেতিয়ার ব্যক্তিগত সহকারী। আহত সঞ্জীব সন্ন্যাসী বিধায়কের বাড়ির পাচক। পুলিশ এখনও আসেনি বলে জানা যায়।