মিজোরামে ধলাই জীবনগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ জুন : মিজোরামে কাজে গিয়ে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত জীবনগ্রাম। মৃত বিপ্লব রায় (৩৫) এর পরিবার অভিযোগ করেছে  তাদের সন্তানকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা চলছে। এই ঘটনায় জীবনগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রায় এক মাস আগে জীবনগ্রামের বাসিন্দা ভজন রায়ের ছেলে বিপ্লব রায় কাজের উদ্দেশ্যে মিজোরামের কনপুইয়ে গিয়েছিলেন। সেখানে তিনি ত্রিবিনী কোম্পানির রাঁধুনির কাজ করতেন। রবিবার বিকেলে তাঁর সহকর্মীরা ঘরে বিপ্লবকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পাশের একটি গভীর খাদে তাঁর নিথর দেহ দেখতে পান। স্থানীয় পুলিশের সহযোগিতায় দেহটি উদ্ধার করা হয়।
সোমবার বিপ্লবের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিবারের সদস্যরা, শোকে বিহ্বল হয়েও, দৃঢ়ভাবে অভিযোগ করছেন যে বিপ্লবকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, তাদের একমাত্র সন্তানকে মিজোরামে খুন করে এখন তাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

মিজোরামে ধলাই জীবনগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

পরিবারের সদস্যরা আরও জানান, রবিবার যখন তারা বিপ্লবের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, তখন তাঁর সহপাঠীরা জানিয়ে দেয় যে বিপ্লব ফোনে কথা বলতে পারবে না। এই ঘটনা তাদের সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। তাদের মতে, এটি স্বাভাবিক মৃত্যুর কোনও লক্ষণ নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

বিপ্লবের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে জীবনগ্রামের বাসিন্দারাও স্তম্ভিত। এই ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। পরিবার এবং গ্রামবাসী উভয়ই চাইছেন, বিপ্লবের মৃত্যুর পেছনের প্রকৃত সত্য সামনে আসুক এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ঘটনার জেরে ধলাই ও সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Spread the News
error: Content is protected !!