ভাগাবাজারে দিনদুপুরে বন্দুকের নলের মুখে মিজো যুবক, লুট ৩.২০ লক্ষ

বরাক তরঙ্গ, ২৮ জুন : ফের দিনদুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাগাবাজার এলাকায়। শনিবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল। গত ২২ মার্চ একই কায়দায় ১৩ লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই ৩-৪ জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও, যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন।
এরপর যুবকরা ওই মিজো নাগরিককে নিয়ে ভাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ পান করে। মদপান শেষে তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। ভাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলি স্কুলের সামনে আসার পর দুই দিক থেকে দু’জন পিস্তল তাক করে ধরে। একজন তার কোমরে বাঁধা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা মিজো লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ও তার দলবল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকানসহ ঘটনার আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নম্বর এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভাগাবাজারে দিনদুপুরে বন্দুকের নলের মুখে মিজো যুবক, লুট ৩.২০ লক্ষ

উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে একই কায়দায় মিজোরামের চম্পাইয়ের এক বাসিন্দার কাছ থেকে ১৩ লক্ষ টাকা লুট করে নিয়েছিল ডাকাত দল। সেই ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ দু’জনকে ধরতে সক্ষম হলেও বাকিরা এখনও অধরা। একের পর এক প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় গোটা ভাগাবাজার অঞ্চলে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার মানুষজন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পুলিশের কাছে দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

ভাগাবাজারে দিনদুপুরে বন্দুকের নলের মুখে মিজো যুবক, লুট ৩.২০ লক্ষ
Spread the News
error: Content is protected !!