মিশন হেলদি ভারত তপসী উপাধ্যায় ও তাঁর দল শিলচরে, সংবর্ধনা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : সামাজিক সংস্কারক এবং যুব প্রেরণা তপসী উপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত সর্বভারতীয় উদ্যোগ “মিশন হেলদি ভারত – সম্পূর্ণ ভারত যাত্রা” শনিবার শিলচরে এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করেছে। স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ-সংরক্ষণ এবং করুণানির্ভর জীবনযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া এই মিশনটি স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে। সারা দেশে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করছে এই যাত্রা। মিশনের বার্তা আরও বিস্তৃত হয়েছে ওয়ার্ল্ড ভেগান ভিশন (WVV)-এর সক্রিয় সহায়তায়, যারা উদ্ভিদ-ভিত্তিক এবং অহিংস জীবনধারার প্রচারে কাজ করে।

এ ছাড়াও তপসী উপাধ্যায় এবং তাঁর দলকে সংবর্ধনা জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিপায়ন চক্রবর্তী, মন্ত্রী কৌশিক রায়, বিজেপি কাছাড় জেলার সভাপতি রূপম সাহা প্রমুখ। নেতারা “মিশন হেলদি ভারত” উদ্যোগের সার্বিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন—স্বাস্থ্য শিক্ষার প্রসার, পশুকল্যাণ, যুব ক্ষমতায়ন এবং পরিবেশ সচেতনতা। তাঁরা তপসী উপাধ্যায়ের প্রতিশ্রুতি ও অধ্যবসায়ের প্রশংসা করে তাঁকে নতুন প্রজন্মের জন্য এক মহান অনুপ্রেরণা বলে উল্লেখ করেন।

শিলচরের স্কুলগুলিতে প্রচারাভিযান মিশনের দলটি শিলচরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি চালায়, যার মধ্যে অন্যতম ছিল হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান। এখানে পরিচ্ছন্ন জীবনযাপন, প্রাণীদের প্রতি সহানুভূতি এবং ভেগান জীবনের উপকারিতা নিয়ে আলোচনা হয়। ছাত্র-শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নেন এবং অনেকে নিজেদের সমাজে এই মিশনের মূল বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।শিক্ষক-শিক্ষিকারা এই উদ্যোগকে সময়োপযোগী ও নৈতিক-নাগরিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন এবং একে বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজনীয় একটি হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

অসমে সফলভাবে যাত্রা সম্পন্ন করার পর শনিবার মিশন এগিয়ে যাচ্ছে ত্রিপুরার পথে, যেখানে আরও স্কুল সচেতনতা কর্মসূচি ও কমিউনিটি ইভেন্ট আয়োজিত হবে। ভারতের সর্বত্র স্বাস্থ্যকর, করুণাময় ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে এই যাত্রা মানুষকে একত্রিত করে চলেছে।