থানা থেকে নিখোঁজ মহিলা কনস্টেবল, উদ্ধার সুইসাইড নোট, চলছে ব্রহ্মপুত্রে খোঁজ

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : পল্টনবাজার থানা থেকে এক মহিলা পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মহিলা কনস্টেবল ব্রহ্মপুত্রের তীরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই কনস্টেবলের নাম গায়ত্রী হাজরিকা। গায়ত্রী হাজারিকা নগাঁও বরহামপুরের বাসিন্দা।

গায়ত্রী শীলসাঁকো উচ্ছেদে কাজ করছিলেন। গায়ত্রী একাধিকবার শীর্ষ আধিকারিককে বলেছিলেন যে তিনি শীলসাঁকোতে তার দায়িত্ব পালন করবেন না। তারপরও গায়ত্রী হাজরিকাকে উচ্ছেদে নিযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার সরাইঘাট ব্রিজ থেকে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গায়ত্রী হাজরিকার নামে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। পুলিশ বর্তমানে ব্রহ্মপুত্র নদে গায়ত্রীর খোঁজ করছে। ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

Author

Spread the News