নিখোঁজ কিশোর সাহাবাদে

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : সাহাবাদ গ্লোরিয়াস সিনিওর সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণি পড়ুয়া মুয়াজ্জিন হুসেন চৌধুরী (১৪)  সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ। তাঁর বাবা মাসুক আহমেদ চৌধুরী। বাড়ি সাহাবাদ রংপুর দ্বিতীয় খণ্ড গ্রামের বোয়ালিপারে। যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে  8011766123 নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কাটলিছড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করে তার সন্ধান চাওয়া হয়েছে।

Author

Spread the News