উদারবন্দের দুর্গানগরে বিধবার ঘর পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারিণী জমিরুন নেছা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরেই স্থানীয় আলা উদ্দিন লস্কর, আইয়ুব উদ্দিন লস্কর, জামাল উদ্দিন লস্করসহ আরও কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন নেছা লস্কর সরকারি ‘প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে’ বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময়ও অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ।

জমিরুন নেসার প্রধানমন্ত্রী আবাস ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে তাঁর সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা ও তাঁর দুই কন্যা শুক্রবার সকালে উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জমিরুন নেসা লস্কর সংবাদমাধ্যমের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!