বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের দু’দিনব্যাপী ভাব প্রচার স‌ম্মেলন সম্পন্ন, ছিলেন মন্ত্রী টিঙ্কু

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ জুলাই : করিমগঞ্জের বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে দু’দিনব্যাপী চলা উত্তরপূর্ব রামকৃষ্ণ-‌বি‌বেকানন্দ ভাব প্রচার স‌ম্মেলন সম্পন্ন হল রবিবার। উত্তরপূর্ব ৩, রামকৃষ্ণ-‌বি‌বেকানন্দ ভাব প্রচার প‌রিষ‌দের ৩৮ তম বা‌র্ষিক স‌ম্মেলন সম্পন্ন অনুষ্ঠিত হয় বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে। দু’দিনব‌্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শ‌নিবার রামকৃষ্ণ-‌বি‌বেকানন্দ ভাব প্রচার প‌রিষ‌দের পতাকা উ‌ত্তোল‌ন ক‌রা হয়। পতাকা উত্তোলন করেন প‌রিষ‌দের সভাপ‌তি তথা ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ। সম‌বেত সঙ্গীত ও স্ব‌দেশ মন্ত্র পাঠ করা হয়। প্রদীপ প্রজ্জোলন ক‌রে শা‌ন্তি মন্ত্র ও পাঠ করা হয়। শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রী মা ও স্বামীজীর প্রতিকৃ‌তি‌তে পুষ্প নি‌বেদন ক‌রেন ক্রমে স্বামী প্রভাসানন্দ মহারাজ, স্বামী জ্ঞানামৃতমহারাজ , স্বামী গণধীশানন্দ মহারাজ ও স্বামী  গি‌রিজানন্দ মহারাজ। তারপর  প‌রিষদীয় কর্মকর্তা ও বি‌ভিন্ন সেবাশ্রম থে‌কে আগত অ‌তি‌থি‌দের উ‌ত্তোরীয় দি‌য়ে বরন করা হয়। উ‌দ্বোধনী সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন উৎপলা দত্ত।

স্বাগত ভাষন দেন রামকৃষ্ণ-‌বি‌বেকানন্দ ভাব প্রচার প‌রিষ‌দের আহ্বায়ক পিযুষ ভট্টাচার্য। তারপর বি‌ভিন্ন সেবাশ্রমের প্রতি‌বেদন ও এ‌ক্টি‌ভি‌টি রি‌পোর্ট পেশ করা হয়। মিশ‌নের সমন্বয় ম‌্যাগা‌জিন প্রকা‌শের জন‌্য পুনরায় পিযুষ ভট্টাচার্যকে সম্পাদক ম‌নোনীত করা হয়। পরবর্ত্তী ষান্মা‌সিক স‌ম্মেল‌ন উধারবন্দে হ‌বে ব‌লে ঠিক করা হয়। সন্ধ‌্যার‌তি শে‌ষে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান হয় এবং নৈশ প্রসাদ গ্রহ‌নের পর এ‌দি‌নের অনুষ্ঠানের সমা‌প্তি ঘ‌টে।

বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের দু'দিনব্যাপী ভাব প্রচার স‌ম্মেলন সম্পন্ন, ছিলেন মন্ত্রী টিঙ্কু

পরদিন র‌বিবার ছিল স‌ম্মেল‌নের শেষ দিন।এ দিন মঙ্গলার‌তি শে‌ষে সকাল সাত টায় শুরু হয় ঠাকুর-মা -স্বামীজীর প্রতিকৃ‌তি নি‌য়ে শোভাযাত্রা। সেবাশ্রম প্রাঙ্গন থে‌কে শুরু হয় শোভাযাত্রা। বাজা‌রিছড়া থে‌কে কালাছড়া শিববা‌ড়ি পর্যন্ত রাজপথ প‌রিক্রমা ক‌রে পুনরায় সেবাশ্রম প্রাঙ্গ‌নে এ‌সে শোভা যাত্রার সমা‌প্তি ঘ‌টে। শোভাযাত্রার বি‌শেষ আকর্ষণ ছিল ঠাকুর-মা -স্বামীজীর সা‌জে সে‌জে‌ছিল যথাক্রমে সৌহার্দ দেব, অ‌দ্রিজা সূত্রধর ও জাগৃত দাস। সুস‌জ্জিত ট‌্যা‌বলো‌তে ব‌সি‌য়ে পু‌রো এলাকা প‌রিক্রমা করা হয়।
এ‌দিন সকাল ১১-২০ মি‌নি‌টে শুরু হয় ধর্মসভা। স্বাগত ভাষন দেন রামকৃষ্ণ সেবাশ্রমের ভাব প্রচার স‌ম্মেলন প‌রিচালন ক‌মি‌টির সম্পাদক স্বপন দাস। ঠাকুর-মা -স্বামীজীর জীবনাদর্শ নি‌য়ে বক্তব‌্য রা‌খেন বেলুর মঠ প্রতি‌নি‌ধি স্বামী জ্ঞানামৃতা নন্দ মহারাজ, প‌রিষ‌দের সভাপ‌তি স্বামী প্রভাসানন্দ মহারাজ, শিলচর রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক  স্বামী গন‌দিশানন্দ মহারাজ, কৈলাশহর রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী গি‌রিজানন্দ মহারাজ। শ্রীশ্রীমা‌য়ের কথা ও কথামৃত থে‌কে পাঠ ও ক‌রেন মহারাজগন।

বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের দু'দিনব্যাপী ভাব প্রচার স‌ম্মেলন সম্পন্ন, ছিলেন মন্ত্রী টিঙ্কু

অনুষ্ঠানে সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন উৎপলা দত্ত, শতাব্দী দত্ত, পঞ্চমী পাল চৌধু‌রি, রূপালী সূত্রধর, সঞ্জয় দে, কো‌য়েল ভট্টাচার্য প্রমুখ। নৃত‌্য প‌রি‌বেশন ক‌রে সপ্তপর্না পাল চৌধু‌রি ও প্রিয়াঙ্কা চক্রবর্তী। তবলা বাজান সম্রাট দত্ত ও র‌তিশ পাল চৌধু‌রী। ধন‌্যবাদ সূচক বক্তব‌্য রাখেন রামকৃষ্ণ সেবাশ্রমের ভাব প্রচার স‌ম্মেলন প‌রিচালন ক‌মি‌টির সভাপ‌তি নীহারকা‌ন্তি ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্হিত ছি‌লেন ত্রিপুরা রা‌জ্যের মন্ত্রী টিংকু রায়, ক‌রিমগঞ্জ জেলা যুগ্ম স্বাস্হ‌্য সঞ্চালক ডাঃ মতীন্দ্র সূত্রধর, ক‌রিমগঞ্জ জেলা আবগা‌রি অ‌ধীক্ষক সিদ্ধার্ত শঙ্কর দত্ত প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দরভা‌বে সম্পন্ন হওয়ায় আ‌য়োজক আশ্রমের প‌ক্ষে সবাই‌কে ধন‌্যবাদ জানা‌নো হ‌য়ে‌ছে

Author

Spread the News