পাথারকান্দিতে আজ মন্ত্রী পীযূষ হাজরিকা

বরাক তরঙ্গ, মে : আজ, বুধবার পাথারকান্দিতে এক ঝাটিকা সফরে আসছেন রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রী বেহাল নদী বাঁধ পরিদর্শন সহ বিভাগীয় কাজের অগ্রগতি খোঁজ নিবেন এবং দলীয় সংবর্ধনা সভায় উপস্থিত থাকবে। তিন দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকার এসেছে এতে প্রথম দিনেই মন্ত্রী করিমগঞ্জ জেলার পাথারকান্দির বেশক’টি নদী বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা। বুধবার মন্ত্রীর সফরসূচি মতে বিকেল চারটায়, কানাইবাজার-আনিপুর সড়কের দোহালিয়া শিববাড়ির সম্মুখস্থল থেকে দলীয় কর্মী সহ স্থানীয় জনগণের তরফ থেকে তাঁকে এক জমকালো সংবর্ধনা জানানো হবে। পরে বিশাল এক বাইক র‍্যালি সহযোগে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে পাথারকান্দি উত্তর রেলওয়ে গেট সংলগ্ন তাপাদার পাড়ার বেহাল নদী বাঁধ দৃশ্য  সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে মণ্ডল যুবমোর্চার পক্ষ থেকে তাকে এক উষ্ণ সংবর্ধনা জানানো হবে।

পাথারকান্দিতে আজ মন্ত্রী পীযূষ হাজরিকা

যুবমোর্চার পক্ষ থেকে বিশাল এক বাইক র‍্যালি সহযোগে মন্ত্রী সোজা চলে যাবেন পাথারকান্দি মণ্ডমালা দলীয় মণ্ডল কার্যালয়ে। সেখানে ও তাকে পাথারকান্দি মণ্ডলের তরফ থেকে সংবর্ধনা জানানো হবে। পরে মন্ত্রী সেখান থেকে সোজা চলে যাবেন লোয়াইরপোয়া ব্লকের সলগইয়ে। সেখানে নির্মিয়মান একটি বাঁধের কাজ সরজমিনে পরিদর্শন করে। সন্ধ্যায় সড়ক পথে করিমগঞ্জ যাত্রা করবেন। এদিকে পাথারকান্দিতে প্রভাবশালী যুবা মন্ত্রীর আগমণ গিরে দলীয় তরফ থেকে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News