হাইলাকান্দিতে বাঁধ ভাঙন পরিদর্শন মন্ত্রী পীযূষের

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা শুক্রবার হাইলাকান্দি জেলার সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ গুলি পরিদর্শন করে। তসলা নদী বাঁধ ভাঙন স্থল, রাজ্যেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের ভেঙ্গে যাওয়া নদীবাধ এবং নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের ভেঙে যাওয়া নদী বাঁধ পরিদর্শন করেন তিনি। জলসম্পদ মন্ত্রী সঙ্গে রাজ্যের জল সম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিসি নিসর্গ হিভারে উপস্থিত ছিলেন। এরপর জলসম্পদ মন্ত্রী করিমগঞ্জ চলে যান।

Author

Spread the News