শিলচরে খেল মহারণ ২.০ উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : শিলচরে অনুষ্ঠানিকভাবে খেল মহারণ ২.০ উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। বুধবার সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণ ২.০ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী হাজরিকার সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়,   শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা। শুরুতে খেল মহারণের পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

শিলচরে খেল মহারণ ২.০ উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই খেল মহারণ অনুষ্ঠান ২০২৩ সালে সূচনা করা হয়েছে। খেল মহারণের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটেছে। প্রতিভাবান খেলোয়াড়দের বের করতে এই খেল মহারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি এও বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধায়ক মিহিরকান্তি সোম, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ।

শিলচরে খেল মহারণ ২.০ উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ

উল্লেখ্য, পঞ্চায়েত ও ব্লকে খেল মহারণ সমাপ্ত হওয়ার পর বিধানসভা ভিত্তিক খেলা শুরু হয়। শিলচর কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে খেল মহারণের। সারা রাজ্যে নাম অন্তর্ভুক্ত করেছেন দুই লক্ষ খেলোয়ার এবং কাছাড় জেলায় রয়েছে ৩৫ হাজার খেলোয়াড়।

শিলচরে খেল মহারণ ২.০ উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ

Author

Spread the News