কাছাড়ের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি নিয়ে পর্যালোচনা মন্ত্রী নন্দিতা গার্লোসার

জনসংযোগ, শিলচর।     
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : কাছাড় জেলা অদূর ভবিষ্যতে উন্নয়নের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে। অসমের ক্রীড়া, যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গার্লোসার নেতৃত্বে শিলচরের জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রের নতুন দিশা নির্ধারণে এই সভায় গুরুত্বপূর্ণ প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

পরিকাঠামো উন্নয়নে শিলচরের ঐতিহাসিক অবর্ত ভবন সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। ঐতিহ্যের মর্যাদা বজায় রেখে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করে ভবনটির সংস্কারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি, ইপিসি মোড-১ এর অধীনে শিলচরে সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

ক্রীড়াক্ষেত্রে কাছাড় জেলার নতুন সম্ভাবনা তুলে ধরতে, লক্ষীপুরে একটি ইনডোর স্পোর্টস স্টেডিয়াম নির্মাণ এবং ধলাইয়ের ধোয়ারবন্দে একটি মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, কাছাড় জেলা স্টেডিয়ামের আধুনিকীকরণের প্রথম ধাপ শুরু করার পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যা জেলার ক্রীড়া পরিকাঠামোকে জাতীয় মানের দিকে এগিয়ে নিয়ে যাবে।

কাছাড়ের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি নিয়ে পর্যালোচনা মন্ত্রী নন্দিতা গার্লোসার

মন্ত্রী নন্দিতা গার্লোসা তাঁর ভাষণে কাছাড় জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “কাছাড় জেলার উন্নয়ন সম্ভাবনা অপরিসীম। সঠিক পরিকল্পনা ও দৃঢ় সহযোগিতার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।”

কাছাড়ের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি নিয়ে পর্যালোচনা মন্ত্রী নন্দিতা গার্লোসার

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রকল্পগুলিকে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে তারা অতীতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণ করতে পারে। উন্নয়নমূলক কাজের নির্ধারিত সময়সীমা বজায় রেখে সাফল্য নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে, অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, সহকারী আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ।

Author

Spread the News