শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : আজ সারা দেশের সঙ্গে শ্রীভূমিতে উদযাপিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। শ্রীভূমি জেলায় এই বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় সংবিধানের গুরুত্ব এবং দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ রক্ষার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএসএফ আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা দেশপ্রেমমূলক গান, নাচ এবং বিভিন্ন বিভাগের সুসজ্জিত টেবলো প্রদর্শনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে।

শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্য বলেন,”আমাদের সংবিধান আমাদের জন্য এক অভূতপূর্ব দলিল। এটি আমাদের অধিকার ও দায়িত্বকে সুনিশ্চিত করে। আসুন, আমরা সবাই মিলে আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য কাজ করি।” পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড তোলে ধরা মন্ত্রী

শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

অনুষ্ঠানের পুরস্কার বিতরণও করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এতে জেলা আমুক্ত পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরা। আজকের প্রজাতন্ত্র দিবস উদযাপন সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Author

Spread the News