সংবর্ধনা জোয়ারে ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মন্ত্রী হিসেবে পাথারকান্দির মাটিতে পা রাখতেই সংবর্ধনা জোয়ারে ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার নিজ নির্বাচনীয় কেন্দ্রে তাঁকে রাজকীয়ভাবে বরণ করলেন দলের অজস্র কর্মী সহ সাধারণ জনগণ। এদিন নির্ধারিত সময় থেকে প্রায় তিন ঘণ্টা দেরি করে আসা মন্ত্রীর কনভয় পাথারকান্দি কেন্দ্রের প্রবেশ দ্বার মৈনা বাইপাস সংলগ্নে এলাকায় পৌঁছলে যুবমোর্চার প্রায় পাঁচ শতাধিক বাইক নিয়ে বিশাল র্যালি সহযোগে হুডখোলা জিপে করে মন্ত্রীকে নিয়ে আসা হয় উত্তর রেল গেটে। সেখানে হাজার হাজার জনগণ কৃষ্ণেন্দু পালকে শঙ্খ ও উলুধ্বনি সহ মালা ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এমনকি জাতীয় সড়কের দু’পাশে চলে বিভিন্ন ভাষাগোষ্ঠীর নৃত্য। এরই মধ্যে দিয়ে ধীরে ধীরে মন্ত্রীর কনভয় সহ হুডখোলা গাড়ি উত্তর রেল গেট থেকে পাথারকান্দি থেকে যাওয়ার পথে স্থানে স্থানে মন্ত্রীকে ফুলের মালা, উত্তোরীয়, গামছা পরিয়ে বরণ করে অগুনিত পুরুষ মহিলা সহ যুবক যুবতীরা।
সংবর্ধনা নিয়ে শহরের উত্তর থেকে দক্ষিণ রেল গেট পার হয়ে অসম-ত্রিপুরা সড়ক দিয়ে লোয়ারপোয়া, বাজারিছড়া হয়ে বালিপিপলায় চলে যায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কনভয়। সুসজ্জিত গাড়ি থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ চান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরে ভিড়ে ঠাসা শোভাযাত্রায় সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী নিজ প্রতিক্রিয়ায়, আগামীদিনে এক আত্মনির্ভরশীল অসম গড়তে তাঁর নির্বাচনীয় কেন্দ্রের জনগণের সহযোগিতা সহ আশীর্বাদ কামনা করেন। আজকের দিনে মন্ত্রী হিসেবে নিজ কেন্দ্রের দেবতুল্য কর্মকর্তা সহ সাধারণ জনগণের ভালবাসা ও শুভেচ্ছা পেয়ে তিনি ভীষন আপ্লুত। তাঁদের এই শুভেচ্ছা ও আশীর্বাদের মর্যাদা দিতে তিনি আগামী দিনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। মন্ত্রীর সঙ্গে এদিন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দলের শ্রীভূমি জেলা সভাপতি সুব্রত ভট্টচার্য ছাড়াও দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।