বাছাই খালের জমাজলের সমস্যা নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচর মেহেরপুরের বাছাই খালের জমাজলের সমস্যা নিয়ে ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপি প্রদান করেন। শনিবার নিউ শিলচর বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি শিবা দেবের নেতৃত্বে ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শিলচর বিজেপি অফিসে থাকা বরাকের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের কার্যালয়ে গিয়ে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন মেহেরপুরের বাছাই খালের পরিস্কার সহ জমাজলের সমস্যাটিকে নিরসনের জন্য যথাসাধ্য সাহায্য করবেন বলে আশ্বাস দেন।
শিবা দেব বলেন, বিগত বছর গুলোতে বৃষ্টির মরসুমে মেহেরপুরের সংলগ্ন বাছাই খালের আর্বজনা পরিস্কারের অভাবে সৃষ্টি হওয়া জমাজলে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হন। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আশা রাখেন মন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত অবসরপ্রাপ্ত শিলচর উন্নয়ন খণ্ডের সহকারী আধিকারিক দেবাশিস রায়, হিন্দু যুবছাত্র পরিষদের সম্পাদক কিংশুক নাথ, বিশিষ্ট ব্যবসায়ী লালবাবু সিংহ সহ অন্যান্যরা।