রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপনার কাজ খতিয়ে দেখতে মন্ত্রী, ডিসি, সাংসদ

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আগামী ৩১ আগস্ট রাঙ্গিরখাড়ি পয়েন্টে নতুন করে তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন হবে। নয়া মূর্তির উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। একই দিনে ঘুংগুর বাইপাসের চৌমাথায় বীর স্বাধীনতা সংগ্ৰামী শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তিও উন্মোচন করবেন তিনি। আর কয়েক মাস থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট বিভিন্নভাবে সাজানোর কাজ দিন-রাত চলে আসছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাজ প্রায় প্রতিদিন সরেজমিনে খতিয়ে দেখেন। মঙ্গলবার রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজকে খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী, কাছাড়  জেলা বিজেপির সহ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), সাধারণ সম্পাদক গোপাল রায় সহ অন্যান্যরা উপস্থিত হন।

মন্ত্রী কৌশিক রায় বলেন, দীর্ঘ দেড় বছর থেকে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির বিশেষ উদ্যোগে ও সমগ্র বরাকবাসীর সর্বস্তরের নেতাজী প্রেমী আন্তরিকতা ও সহযোগিতায় আগামী ৩১ আগস্ট বেলা ২ টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা‌র হাত দিয়ে নেতাজির মূর্তির উন্মোচন হবে। তিনি বলেন, এটা একটি ঐতিহাসিক পদক্ষেপ। নিউ শিলচর এলাকাকে নতুন দিশা দেখাবে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানান মন্ত্রী কৌশিক।

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র বিশ্বের তথা ভারতের একজন আপসহীন সংগ্ৰামী হিসেবে পরিচিত। তাঁর মূর্তিটি পুনঃস্থাপন করতে পেরে তিনি আনন্দিত। বলেন, নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির প্রত্যেকজন সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতার কারণেই তা সম্ভব হতে চলেছে। সেই সঙ্গে সমগ্ৰ শিলচরবাসী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেটাও ধারনার অতীত। শেষে শিলচরবাসী তথা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী ৩১ আগস্ট সর্বসাধারণকে এই মহৎ কাজের সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট লেখক তথা নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল, উত্তমকুমার সাহা, দেবাশিস সোম, সঞ্জয় রায়, কাজল রায়, হীরক চৌধুরী, শান্তনু রায় সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!