শ্রীভূমিতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী ব্রহ্মের

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : রাজ্যের ভূমি সংরক্ষণ, হস্ত তাঁত, রেশম শিল্প ইত্যাদি বিভাগের মন্ত্রী উর্খাও গৌড়া ব্রহ্ম শুক্রবার শ্রীভূমি জেলা সফর করলেন। শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি পৌঁছে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন।

এদিনের বৈঠকে মন্ত্রী হস্ত তাঁত ও বস্ত্র, রেশম শিল্প,  ভূমি সংরক্ষণ, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন। এতে তিনি হস্ত তাঁত ও বস্ত্র বিভাগের স্বনির্ভর নারী যোজনা, হ্যান্ডলুম ওয়েভার মুদ্রা লোন, পিএমজেজেওয়াই, পিএমএসবিওয়াই, আর্টিসান ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির উন্নয়নের পর্যালোচনা করেন। পাশাপাশি, ভূমি সংরক্ষণ বিভাগের প্রকল্প নিয়ে আলোচনা করেন। এতে তিনি বিভাগীয় আধিকারিকের কাছ থেকে জেলার রেশম চাষের বিস্তারিত বিবরন শুনেন এবং বর্তমানে থাকা সমস্যার সমাধানের আশ্বাস দেন।

শ্রীভূমিতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী ব্রহ্মের

এদিকে, বৈঠকে মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ১৫ তম অর্থ কমিশনের অধীনের কাজের, এমজিএনরেগা, অমৃত সরোবর ইত্যাদির খোঁজ নেন। পাশাপাশি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, নল বাহিত পানীয়জল সরবরাহ অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাজকর্ম ও সমস্যাগুলি শুনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, এডিসি উদয় শঙ্কর দত্ত, এডিসি মিনার্ভা দেবী আরামবাম, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, রংবামন টেরন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং, এনএইচএমের ডিপিএম হানিফ মহম্মদ কৌশর আলম, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার অশোক বিজয় দাস সহ বিভাগীয় আধিকারিকরা অংশ গ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!