বন বিভাগের অভিযানে অ‌বৈধ কাঠ বোঝাই ‌মি‌নি ল‌রি আটক কালাছড়ায়, চালক পালাতক

বন বিভাগের অভিযানে অ‌বৈধ কাঠ বোঝাই ‌মি‌নি ল‌রি আটক কালাছড়ায়, চালক পালাতক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : পাচা‌রের মু‌খে মি‌নি ল‌রি‌ বোঝাই লালপদ জা‌তীয় কা‌ঠ বাজেয়াপ্ত করল দোহা‌লিয়া বন বিভাগ।শুক্রবার সন্ধ‌্যায় মান‌ুষ যখন ব‌্যস্ত প্রজাতন্ত্র দিব‌সের বি‌ভিন্ন অনুষ্ঠান নি‌য়ে ঠিক এই সম‌য়ে স্থানীয় রেঞ্জকর্তা প্রণব ক‌লিতার নেতৃ‌ত্বে রু‌টিন তল্লা‌শির সম‌য়ে স্থানীয় কালাছড়া সড়‌কে AS-11 DC 6005 নম্ব‌রের এক‌টি মি‌নি ল‌রিকে দ্রুত গ‌তি‌তে এ‌গো‌তে দে‌খে কর্তব‌্যরত বন কর্মীদের স‌ন্দেহ হয়। প‌রে তারা গা‌ড়ি‌টি‌র পিছু ধাওয়া ক‌রে চ‌্যা‌লেঞ্জ জানায়। এতে অবস্থা বেগ‌তিক দে‌খে ল‌রি‌ চালক কিছু দূর গি‌য়ে সড়‌কে গা‌ড়ি রে‌খে পালিয়ে গা ঢাকা দেয়। প‌রে ল‌রিটি নি‌জে‌দের জিম্মায় নেয় বন কর্মীরা।

আটক ল‌রি থে‌কে প্রায় পঞ্চাশ সিএফ‌টির মত কা‌ঠের লগ উদ্ধার হয়। যার কা‌লোবাজারী মূল‌্য পঞ্চাশ হাজার টাকার মত হ‌বে।বর্তমা‌নে কাঠ বোঝাই ল‌রি‌টি দোহা‌লিয়া রেঞ্জ কার্যাল‌য়ে রাখা আ‌ছে। এ‌দি‌নের অ‌ভিযা‌নে রেঞ্জকর্তার স‌ঙ্গে ছি‌লেন ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রই, বন কর্মী দি‌লোয়ার হো‌সেন ও ফ‌রেস্ট প্রটেকশন টি‌মের কর্মীরা।

বন বিভাগের অভিযানে অ‌বৈধ কাঠ বোঝাই ‌মি‌নি ল‌রি আটক কালাছড়ায়, চালক পালাতক

Author

Spread the News