মাঝরাতে ঘর থেকে নিখোঁজ দীঘর শ্রীকোণার যুবক
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : মাঝরাতে ঘর থেকে নিখোঁজ দীঘর শ্রীকোণার যুবক রত্নজিৎ নাথ। বুধবার রাত আনুমানিক তিনটে নাগাদ ঘুম থেকে উঠে আচমকা ঘর থেকে বেরিয়ে পড়ে রত্নজিৎ। কিছুক্ষণ পর ফিরতে না দেখে খোঁজ শুরু হয়। কোনও সন্ধান পাওয়া যায়নি। তার বাবা ইন্দ্রজিৎ দাস শ্রীকোণা পুলিশ পেট্রোল পোস্টে এক নিখোঁজ সংক্রান্ত এজাহার করেন। কেউ যুবকটিকে কোথাও দেখে থাকলে নীচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। যোগাযোগ নম্বর হল 8011945717 / 9476701810।