মহালয়ায় জল বিতরণ সহ মহিলা সুরক্ষার বার্তা শিলচরে
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : শনিবার মহালয়ার কাকভোরে একপ্রকার জনসমুদ্রে পরিণত হয় শিলচর শহরের রাজপথ। সদরঘাটের দু’টি সেতু ছাড়াও এবারের আকর্ষণ কেন্দ্রবিন্দু ছিল অন্নপূর্ণা ঘাটের উপর নয়া সেতু। মূলত এই তিনটি সেতুতে জনজোয়ার ঘটে। তাই এই মহালয়ার পূণ্যার্থীদের মধ্যে পানীয়জল বিতরণ করে লিও ক্লাব অব শিলচর ভিশন ও টাইটানস। এছাড়াও দেবীপক্ষের সূচনা লগ্নে নারী সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে সরব হন দুটি ক্লাবের সদস্যরা।
এদিন দেবদূত পয়েন্ট পানীয়জলের বিতরণ পাশাপাশি বিভিন্ন পোস্টারের মাধ্যমে সমাজে নারী সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। মা দুর্গা হচ্ছেন নারী শক্তি। আগামী নয় দিন নারী শক্তির আরাধনায় মেতে ওঠবে গোটা দেশ। তাই দেবী দুর্গতিনাশিনীর মর্তে আগমন উপলক্ষে মহিলাদের সুরক্ষা করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
ক্লাবের সদস্যরা জানান, বিভিন্ন সময়ে মহিলারা নির্যাতনের শিকার হন। আমরা পাঁচটি দিন দুর্গাপূজা আয়োজন করি, দেবী দুর্গার আবাহন করি। কিন্তু সমাজে বিভিন্ন সময়ে সেই নারীদের নির্যাতনের বলি হতে হয়। তাই এই নারী শক্তির আরাধনার প্রাক্কালে সমাজকে সচেতন করতে চাই।