পালংঘাট ক্লাস্টারে মেধা সন্ধানী পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : কাছাড় জেলার নরসিংহপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সুষ্ঠভাবে সম্পন্ন হল পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা সন্ধানী পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল পালংঘাট মধ্য বঙ্গ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ তথা মেধা সন্ধানের লক্ষ্যে নরসিংহপুর খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারকের অনুমতি ক্রমে পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পালের উদ্যোগে এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়।
উল্লেখ্য, এই মেধা সন্ধানী পরীক্ষা পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল ২০১৬ সাল থেকে আজ অবদি আয়োজন করে আসছেন। এই মেধা পরীক্ষার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ। এতে নরসিংহপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই মেধা সন্ধানী পরীক্ষায় ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনও ধরনের পরীক্ষা ফি নেওয়া হয় না। সম্পূর্ণ বিনা ফি-তে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় পঞ্চম শ্রেণীর মোট ২০ জন এবং অষ্টম শ্রেণীর ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কিছুদিনের মধ্যেই এই মেধা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
এতে মেধা তালিকায় স্থান অর্জনকারী দু’টি’ শ্রেণীর ১০ জন করে মোট ২০ জন ছাত্রছাত্রীকে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি পুরস্কার, শংসাপত্র এবং গুণগ্রাহীতার প্রমাণপত্র দিয়ে পুরস্কৃত করা হবে। এই পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানান এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।