পুর এলাকার জমাজল সমস্যা : বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে স্মারকপত্র সমন্বয় মঞ্চের

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর এর এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্ত, শিলচর পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক, জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে শিলচরের পুর এলাকার জমাজল সমস্যা সমাধানের লক্ষ্যে মঞ্চ এবং প্রসাশনের যৌথ উদ্যোগে গত ২৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে।

বুধবার স্মারকপত্র প্রদান কালে মঞ্চের প্রতিনিধিরা বলেন, জমাজল সমস্যা সমাধানের যেসব প্রস্তাব সরজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে তৈরি করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কাছে তুলে ধরা হয় তার পরিপ্রেক্ষিতে একটি টাক্স ফোর্স তৈরি করে তা সমাধানের সিদ্ধান্ত ২৬ মার্চের সভায় গৃহীত হয়েছিল। ট্যাক্স ফোর্সে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং মঞ্চের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়

পুর এলাকার জমাজল সমস্যা : বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে স্মারকপত্র সমন্বয় মঞ্চের

মঞ্চের পক্ষে এও বলা হয়, তারা পরবর্তীতে সোনাই রোডের জমাজল ও মাছিমপুর রোডের বা পাশের এলাকার জমাজল সমস্যা সমাধানের প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন তৈরি করেন। এর প্রতিলিপি আজ তুলে ধরা হয়েছে। প্রতিনিধিরা গত ২৬ মার্চের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পাশাপাশি নতুনভাবে তৈরি করা উল্লেখিত দুটো স্থানের জমাজল সমস্যা সমাধানের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ধ্রুবকুমার সাহা, মহিতোষ (আশু) পাল, অভিজিৎ শ্যাম, নন্দদুলাল সাহা, প্রণব দত্ত প্রমুখ।

Author

Spread the News