মেহেরপুর-কৃষ্ণপুর সমবায়ের চেয়ারম্যান আয়ুব উদ্দিন বহাল
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মেহেরপুর-কৃষ্ণপুর সমবায় সমিতির চেয়ারম্যান সহ বোর্ড অব ডিরেক্টরদের বহাল রাখার নির্দেশ দিল হাইকোর্ট। এই নির্দেশে পুনরায় চেয়ারম্যান মনোনীত হন আয়ুব উদ্দিন লস্কর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে ইমরানা মজুমদার। সোমবার সমবায় কার্যালয়ে সমবায়ের অতিরিক্ত রেজিস্ট্রার নির্দেশে আয়োজিত সভায় সকল বোর্ড অব ডিরেক্টর অংশ নেন।
বোর্ড অব ডিরেক্টররা হলেন আইয়ুব উদ্দিন লস্কর, আবুল কালাম লস্কর, রফিক উদ্দিন বড়ভূইয়া, হারিস আলি মজুমদার, অমৃত গোয়ালা, জালাল উদ্দিন লস্কর, আবু দাস, সেলিম উদ্দিন বড়ভূইয়া, ফারুক আহমেদ লস্কর, কৃত্তিবাস চাষা, লালন উদ্দিন বড়ভূইয়া, মাক্তা উদ্দিন মজুমদার, মিশলু আহমেদ চৌধুরী ও ইমরানা আহমেদ মজুমদার।