বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে সুতারকান্দি ইন্দো-বাংলা সীমান্তে মেগা স্বাস্থ্য শিবির

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুন : বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার সুতারকান্দি ইন্দো-বাংলা সীমান্তে অবস্থিত ল্যান্ডপোর্ট প্রাঙ্গণে একটি বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরটি ভারতীয় ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত হয় এবং এর উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী জনগণের মধ্যে সিকেল সেল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান।

শিবিরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং উপস্থিত ছিলেন। তিনি সিকেল সেল রোগ প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি এমন একটি দূরবর্তী ও কৌশলগত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।

বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে সুতারকান্দি ইন্দো-বাংলা সীমান্তে মেগা স্বাস্থ্য শিবির

অন্যান্য বিশিষ্টদের মধ্যে দেবজিৎ দে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পরামর্শদাতা, সুমিত রায় জেলা মহামারীবিদ, এবং অমিত ভুঁইয়া, জেলা রোগ নজরদারি কর্মসূচির তথ্য ব্যবস্থাপক। তারা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচির সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে জনগণকে অধিকতর কার্যকর পরিষেবা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে সুতারকান্দি ইন্দো-বাংলা সীমান্তে মেগা স্বাস্থ্য শিবির

অ্যান্টি-ম্যালেরিয়া মাস উপলক্ষে এই শিবিরে ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থাও ছিল। স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে করণীয়, মশারি ব্যবহারের গুরুত্ব, ও রোগের প্রাথমিক উপসর্গ সম্পর্কে সচেতনতা প্রদান করেন।

বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে সুতারকান্দি ইন্দো-বাংলা সীমান্তে মেগা স্বাস্থ্য শিবির

এই স্বাস্থ্য শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শদান, রক্ত ও অন্যান্য পরীক্ষাসহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। ভারতীয় ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষের সক্রিয় সহায়তায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পোর্ট কর্মচারীরা এই উদ্যোগ থেকে উপকৃত হন।

Spread the News
error: Content is protected !!