কালাইনে শুরু হচ্ছে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কালাইনে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন আয়োজন করছে রিভাইভ ইউনিয়ন কালাইন। ইনডোর ও আউটডোর দু’টি বিভাগে ডবল পদ্ধতিতে খেলা হবে। আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা ৫টায় আউটডোর খেলোয়াড়দের টুর্নামেন্ট শুরু হবে। পরদিন ৮ জানুয়ারি ইনডোর প্লেয়ারদের খেলা শুরু হবে। খেলার স্থান ডিগাবর রোড, কালাইন (জিপি অফিস গ্রাউন্ড)। দু’টি বিভাগের সেমিফাইনাল এবং ফাইনাল ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ইনডোর দলের চ্যাম্পিয়নরা পাবেন ট্রফি সহ ৫০ হাজার টাকা। রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ ২৫ হাজার টাকা। আউটডোরের চ্যাম্পিয়ন পুরস্কার হচ্ছে ট্রফি সহ ৩০ হাজার টাকা ও রানার্স পুরস্কার ট্রফি সহ ১০ হাজার।
ইনডোর প্লেয়ার আউটডোর গেমে খেলার খেলতে পারবেন না। আউটডোর প্লেয়াররা উভয় গেমেই খেলতে পারবেন। ইচ্ছুক দলগুলিকে যোগাযোগ করার আহ্বান জানান বুলবুল আহমেদ ও তাহির আহমেদ।