কালাইনে শুরু হচ্ছে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কালাইনে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন আয়োজন করছে রিভাইভ ইউনিয়ন কালাইন। ইনডোর ও আউটডোর দু’টি বিভাগে ডবল পদ্ধতিতে খেলা হবে। আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা ৫টায় আউটডোর খেলোয়াড়দের টুর্নামেন্ট শুরু হবে। পরদিন ৮ জানুয়ারি ইনডোর প্লেয়ারদের খেলা শুরু হবে। খেলার স্থান ডিগাবর রোড, কালাইন (জিপি অফিস গ্রাউন্ড)। দু’টি বিভাগের সেমিফাইনাল এবং ফাইনাল ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইনডোর দলের চ্যাম্পিয়নরা পাবেন ট্রফি সহ ৫০ হাজার টাকা। রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ ২৫ হাজার টাকা। আউটডোরের চ্যাম্পিয়ন পুরস্কার হচ্ছে ট্রফি সহ ৩০ হাজার টাকা ও রানার্স পুরস্কার ট্রফি সহ ১০ হাজার।

কালাইনে শুরু হচ্ছে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ইনডোর প্লেয়ার আউটডোর গেমে খেলার খেলতে পারবেন না।  আউটডোর প্লেয়াররা উভয় গেমেই খেলতে পারবেন। ইচ্ছুক দলগুলিকে  যোগাযোগ করার আহ্বান জানান বুলবুল আহমেদ ও তাহির আহমেদ।

কালাইনে শুরু হচ্ছে মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Author

Spread the News