শ্রীভূমির আধিকারিকদের নিয়ে বৈঠক অভিভাক মন্ত্রী কৌশিকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শ্রীভূমিতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সভা করলেন কৌশিক রায়। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মন্ত্রী কৌশিক রায়। সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এ দিকে, শ্রীভূমি শহরে যত্রতত্র আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম জানিয়েছেন জনগণ শ্রীভূমি শহরের রাস্তার পাশে, খোলা স্থানে, উন্মুক্ত নালা নর্দমা ইত্যাদিতে আবর্জনা ফেলার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। তাই জনগণকে শহরের রাস্তার পাশে খোলা স্থানে এবং নালা নর্দমায় আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি, হোটেল, গৃহস্থ, কসাইখানা, সব্জি, মাছ ও চাল বিক্রেতা, শোরুম, শপিংমল, হাসপাতাল ইত্যাদির কর্তৃপক্ষকেও শহরের যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীভূমির আধিকারিকদের নিয়ে বৈঠক অভিভাক মন্ত্রী কৌশিকের
শ্রীভূমির আধিকারিকদের নিয়ে বৈঠক অভিভাক মন্ত্রী কৌশিকের

Author

Spread the News