শহরের বেহাল রাস্ত, এনএইচ আইডিসিএল কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ

বরাক তরঙ্গ, ৬ জুন : শিলচরের ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ও সোনাই রোডের রাস্তার দায়িত্ব থাকা এন এইচ আইডিসিএল কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, সহ পীযুষ চক্রবর্তী ও বাপ্পা সেন এবং মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার এর আশু পাল এবং কমল চক্রবর্তী। প্রথমে প্রতিনিধিদের সাথে আধিকারিকরা দেখা করতে না চাইলে উভয় সংগঠনের পক্ষ থেকে সেখানে তৎক্ষণাৎ ধর্ণা শুরু করা হবে হুমকি প্রদান করা হয়। এতে আধিকারিকরা আলোচনায় বসতে বাধ্য হন। অলোচনায় প্রথমেই প্রতিনিধিরা কেপিট্যাল পয়েন্ট থেকে রাঙ্গীরখাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণ জানতে চাইলে আধিকারিকরা সদুত্তর দিতে ব্যর্থ হন। পরবর্তীতে প্রতিনিধি দলের চাপাচাপিতে তারা বলেন রাস্তাটি যদিও তাদের অধীনে রয়েছে কিন্তু এর দায়িত্ব তারা পিডাব্লিউডি রোডস ডিভিশনের হাতে সমঝে দিতে চাইছেন এবং এরজন্য রোডস ডিভিশনকে এস্টিমেট জমা করতে বলা হয়েছে। প্রতিনিধিরা তখন ক্ষোভের সাথে জানান যে তাহলে কি এভাবে দিনের পর দিন ভাঙ্গা রাস্তায় জনগণকে দুর্ভোগ পোয়াতে হবে। তখন আধিকারিকরা জানান এক সপ্তাহের মধ্যে কিছু মেরামতি করা হবে যদিও তা যথেষ্ট নয়। উভয় সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এর অর্থ হচ্ছে শিলচরবাসীকে আরও দুর্ভোগ পোয়াতে বাধ্য করা হচ্ছে।

তারা ক্ষোভের সাথে বলেন যে শিলচরের নির্বাচিত বিধায়কের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা করতে তৎপর হওয়া যেখানে উচিত ছিল অথচ তিনি নীরব ভূমিকা পালন করছেন। ফলে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা কোন দায়িত্ব পালন করছে না। শিলচর শহরের নাগরিকরা প্রতিনিধি নির্বাচিত করেন তাদের সমস্যা তুলে ধরার জন্য অথচ জনপ্রতিনিধিরা শহরের নাগরিকদের দুর্দশা দেখেও কথা বলেন না। উভয় সংগঠনের পক্ষ থেকে শহরের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান হয় যে কেপিট্যাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কটি মেরামতের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। অন্যথায় যে কোন সময় যে কেউ বা তার প্রিয়জন দুর্ঘটনার শিকার হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হতে পারেন বা মৃত্যুর মুখে পড়তে পারেন।

Author

Spread the News