হাইলাকান্দি জেলায় রক্তদানকে জনমুখী করতে সভা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় কালীবাড়ি রোডে অবস্থিত ব‍্যবসায়ী সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পৌরহিত‍্য করেন সংস্থার সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। শুরুতে স্বাগত ভাষণ ও সভার উদ্দেশ‍্য ব‍্যাখ‍্যা করেন সম্পাদক রঞ্জিৎ ঘোষ। এরপর বিভিন্ন সাংগঠনিক আলোচনার পাশাপাশি রক্তদান আন্দোলনকে পুনরায় শিবিরমুখী করা নিয়ে উপস্থিত সদস‍্যগণ বিস্তারিত আলোচনা করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভা এই সব বিষয়ে ভবিষ‍্যৎ কর্মপন্থা নির্দ্ধারণ করে সর্বসম্মতিক্রমে কিছুপ্রস্তাব গ্রহণ করে।

প্রথমে গত সভার প্রস্তাবগুলি পাঠ করা হয় এবং সভা এতে অনুমোদন জানালে তা গ্রহণ করা হয়। এরপর কেন্দ্রীয় সমিতির গত সভায় সংস্থার সংবিধানে কিছু সংশোধনী গ্রহণ করা হলে সেই অনুযায়ী হাইলাকান্দি জেলা সমিতিতেও আরও একজন সহ সভাপতি ও সহ সম্পাদক মনোনীত করা হয়। তাঁরা হলেন ক্রমে সুদীপ পাল এবং আব্দুল খালিক বড়লস্কর। তাছাড়া সুদীপ পাল এবং সায়ন পালকে কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস‍্য হিসাবে মনোনীত করা হয় এবং জেলার মহিলা শাখার সহসভাপতি মিতা রায়ের স্থানে অরুন্ধতী দেবকে মনোনীত করা হয়। জেলা শাখার আয় ব‍্যয়ের হিসাব স্থানীয় ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ‍্যমে পরিচালনার জন‍্য সম্পাদক ও কোষাধ‍্যক্ষকে দায়িত্ব প্রদান করা হয়।

হাইলাকান্দি জেলায় রক্তদানকে জনমুখী করতে সভা

অতঃপর সংস্থার কার্যসূচী অনুযায়ী রক্তদান আন্দোলনকে আরো জনমুখী করার লক্ষ‍্যে উপস্থিত সদস‍্যগণ আলোচনা করেন। যদিও বাইশ বছর কার্যকালে সংস্থা এখন অনেকটাই সফল তবুও গত করোনাকালে শিবির আয়োজনে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল সেই বাধাকে অতিক্রম করে আবারও বেশী বেশী শিবির আয়োজনের জন‍্য জেলার বিভিন্ন স্থান, গ্রামাঞ্চল, স্কুল, কলেজ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোতে সচেতনা সভা আয়োজনের উপর জোর দেওয়া হয়। সঙ্গে পথনাটিকা, জনসভা ইত‍্যাদির মাধ‍্যমেও রক্তদানের মহৎ উদ্দেশ‍্যকে ঘরে ঘরে পৌঁছে দেবার প্রতি বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকারও প্রতি ঘরে রক্তদাতা বিষয়কে গুরুত্ব প্রদান করে নীতি নির্দেশিকা জারি করেছেন। সুতরাং কোন রোগীই যাতে রক্তের অভাবে মৃত‍্যুমুখে পতিত না হন সেই লক্ষ‍্যেই সংস্থা কাজ করে যাবে বলে সভা সহমত পোষণ করে।

হাইলাকান্দি জেলায় রক্তদানকে জনমুখী করতে সভা

এদিনের সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে যারা বক্তব‍্য রাখেন তারা হলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তথা জেলা সমিতির উপদেষ্টা সুদর্শন ভট্টাচার্য, কেন্দ্রীয় ও জেলা সমিতির সহ সভাপতি মাধবী শর্মা, জেলা মহিলা শাখার সভাপতি শিপ্রা শর্মা মহন্ত, সম্পাদক কাবেরী রায় সহ জেলা সমিতির কার্যকরী সদস‍্য সায়ন পাল, গৌতম দেবনাথ, আব্দুল খালিক বড়লস্কর, অরুন্ধতী দেব, কোষাধ‍্যক্ষ নারায়ণ চন্দ্র দাস প্রমুখ। এরপর সভাপতি কর্তৃক ধন‍্যবাদ সূচক বক্তব‍্যের মাধ‍্যমে এদিনের সভার কাজ শেষ হয়।

Author

Spread the News