ছোট দুধপাতিলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সভা

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে ছোট দুধপাতিল গ্রামে রহুল আমিন লস্করের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। রবিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির অন্যতম উপদেষ্টা নির্মল কুমার দাস, সহসভাপতি চাম্পালাল দাস, অন্যতম সাধারণ সম্পাদক অরিন্দম দেব ও ইউনিস আলি চৌধুরী, ইয়াসি’র দুধপাতিল শাখা সম্পাদক এমআর লস্কর সাজন, গণেশ মণ্ডল সভায় বক্তব্য রাখেন। নির্মল কুমার দাস বলেন, স্মার্ট মিটার ঘরে ঘরে বসানোর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। এই মিটার জনস্বার্থে বসানো হচ্ছে না। যদিও মুখে বলা হচ্ছে বিদ্যুৎ চুরি রুখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এপিডিসিএল এর বিদ্যুৎ বিল হিসেবে সংগৃহীত টাকার ৮০ শতাংশ আসে শিল্প-কারখানা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয় থেকে। সাধারণ গ্রাহকদের কাছ থেকে আসে মাত্র ২০ শতাংশ রেভিনিউ, কারণ সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহারের পরিমাণ কম। তাহলে চুরি কোথায় হচ্ছে, কারা করছে এবং তিনি প্রশ্ন তোলেন। কত শতাংশ সরকারি কার্যালয়ে ও বৃহৎ কারখানায় স্মার্ট মিটার বসানো হয়েছে। তিনি বলেন, স্মার্ট মিটার বসানোর আসল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণ ঘটানো। তিনি সবাইকে জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই খণ্ড রক্ষা করতে আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় নরসিংটোলা ময়দানে জমায়েত হতে আহ্বান জানান।

অরিন্দম দেব বলেন, স্মার্ট মিটার জনগণের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এই আন্দোলন আজ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনকে শক্তিশালী করতে এবং ১৯ সেপ্টেম্বরের আন্দোলনকে সফল সবাইকে আহ্বান জানান।
দুধপাতিলের এই সভার আয়োজন করে ইয়াসি’র দুধপাতিল শাখা। ইয়াসি’র পক্ষ থেকে আগামী ১৯ সেপ্টেম্বরের মিছিলে যোগদান করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাহানুর রহমান লস্কর, মনোজ কালোয়ার, আহাদ হুসেইন বড়ভূইয়া, বাহারুল ইসলাম লস্কর, মহি উদ্দিন লস্কর, রনিক আহমেদ লস্কর।

ছোট দুধপাতিলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সভা
ছোট দুধপাতিলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সভা

Author

Spread the News