জানিগঞ্জ কালী পূজায় ধর্মীয় আচার ও সংস্কৃতির মিলনমেলা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : ঐতিহ্যবাহী জানিগঞ্জ কালীপূজা কমিটির আয়োজনে এবছরও তিনদিনব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনায়। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়। এ বছর বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রাস্তায় নির্মিত দু’টি পৃথক মঞ্চে ভিন্নধর্মী পরিবেশনা। ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাতির বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় জীবন্ত কালী প্রদর্শন, যা দর্শকদের মধ্যে প্রবল উদ্দীপনার সৃষ্টি করে।
অন্যদিকে, বালাজি ভক্তি মন্ডল শিলচর মঞ্চে পরিবেশিত হয় আধুনিক সঙ্গীত, নৃত্য ও জীবন্ত হনুমান সজ্জিত নাটক। এইসব সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের মাতিয়ে রাখা হয় প্রতিটি সন্ধ্যায়।জানিগঞ্জ কালী পূজা কমিটির সভাপতি রাজকুমার পাল জানান, প্রতি বছরের মতো এবারও পূজার সমস্ত ধর্মীয় আচার-আচরণ সাত্ত্বিকভাবে সম্পন্ন হয়েছে। এবছর সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ এবং কালিকা প্রসাদ ভট্টাচার্য্যকে স্মরণ করে বিশেষ মুহূর্তও রাখা হয় অনুষ্ঠানে। এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য আনন্দ উপভোগের নানা ব্যবস্থা রাখা হয়।তিনি আরও বলেন, আমরা পূজার মূল ধর্মীয় আবেগ অক্ষুণ্ণ রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য উৎসবের পরিবেশ সৃষ্টি করতে সবসময় সচেষ্ট। নানা নাটক, নৃত্য ও আধুনিক সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ধর্মীয় আবেগ ও মনোরঞ্জনের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে জানিগঞ্জ অঞ্চলে।সব মিলিয়ে এই উৎসব তিনদিন ধরে জানিগঞ্জবাসী ও আগত অতিথিদের জন্য এক অনন্য অভিজ্ঞতা রেখে গেল বলে মনে করেন স্থানীয়রা।

