প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে পয়লাপুরে সভা

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে
অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের লক্ষীপুর মহকুমা কমিটির উদ্যোগে পয়লাপুর কমিউনিটি হলে বিদ্যুৎ গ্রাহকদের একটি সভা অনুষ্ঠিত হয়। রবিবার লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি জয় সিংহের সভাপতিত্বে পরিচালিত সভায় অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য ও সংগঠনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির কো-চেয়ারম্যান নির্মলকুমার দাস সহ স্থানীয় জনগণ বক্তব্য রাখেন।

প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থায় কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এপিডিসিএল কর্তৃপক্ষ এতদিন গ্রাহকদের মিটার প্রদান করত। কিন্তু এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণের প্রাথমিক ধাপ হিসেবে তা কিছু ব্যবসায়িক কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা গ্রাহকদের ভয় দেখিয়ে, বিভ্রান্ত করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহারের পর বিল প্রদানের যে নিয়ম রয়েছে তা বেআইনিভাবে পাল্টে দেওয়া হয়েছে। সভা থেকে পরবর্তীতে আরও সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রিপেড স্মার্ট মিটার না বসানোর জন্য সবার প্রতি আহ্বান জানান হয়।

Author

Spread the News