মেডিক্যালে রোগী কাছে ওষুধ বিক্রি করতে এসে ডাক্তারের হাতে আটক  দালাল

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ডায়ালিসিসের কিছু সরঞ্জাম একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দালাল। শনিবার মেডিক্যালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম তাঁতী নামের এক দালালকে হাতেনাতে আটক করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-অধীক্ষক ডাঃ ঋতুরাজ ঠাকুরিয়া। এই দালালের কাছে থাকা ব্যাগ থেকে সন্ট্রোল ভেনাস লাইন ইকুইপমেন্টস সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড উদ্ধার করেন ডাঃ ঋতুরাজ ঠাকুরিয়া। পরে ওষুধ সহ এই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত এবং অধীকক্ষ ডাঃ দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান।

চার মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালের রোগীদের কাজে বিক্রি করে আসছে দালালরা। তার সঙ্গে শিবা দেব নামের আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ওষুধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদাম তাঁতী। পরে দালালকে পুলিশের কাছে সমঝে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মেডিক্যালে রোগী কাছে ওষুধ বিক্রি করতে এসে ডাক্তারের হাতে আটক  দালাল

এই বিষয়ে ঘুংঘুর আউট পোস্টে একটি মামলা দায়ের করেছেন অধীকক্ষ ডাঃ দেবকুমার চক্রবর্তী। এদিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত।

মেডিক্যালে রোগী কাছে ওষুধ বিক্রি করতে এসে ডাক্তারের হাতে আটক  দালাল
Spread the News
error: Content is protected !!