ময়নারবন্দ আইওসিএল পিওএল স্টোরেজ ডিপো ‘নিষিদ্ধ ও সুরক্ষিত এলাকা’ ঘোষণা

বরাক তরঙ্গ, ৪ জুন : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝাঁ এক নির্দেশে কাছাড়ের ময়নারবন্দ  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আইওসিএল পিওএল স্টোরেজ ডিপো এলাকায় বিশেষ সতর্কতা হিসেবে নির্ধারিত বেশ কিছু স্থান “নিষিদ্ধ/সুরক্ষিত এলাকা” হিসেবে ঘোষণা করেছেন।

বৃহত্তর জনস্বার্থে  নিরাপত্তার জন্য, ভারতীয় অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর নিরাপত্তা কর্মী, অন্যান্য পুলিশ অফিসাররা  ব্যতীত কাছাড়ের ময়নারবন্ধ স্টোরেজ ডিপো এলাকায় নির্ধারিত বেশ কিছু স্থানগুলিতে  অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা সমীচীন বলে উল্লেখ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আসাম মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (এএমপিও) অ্যাক্ট, ১৯৪৭ এর অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আইওসিএল পিওএল স্টোরেজ ডিপো এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News