জামালপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াল মাতৃভূমি

বরাক তরঙ্গ, ২৬ মে : ধলাইয়ের জামালপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া তিনটি পরিবাবের খোঁজ নিল ধলাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমি। রবিবার সংস্থার সভাপতি সীতাংশু দাসের নেতৃত্ব এক প্রতিনিধি দল জামালপুরে পৌছে ঘটনার খোঁজখবর নেন। তাঁরা অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের কর্তা আতাবুর রহমান বড়ভূইয়ার সঙ্গে দেখা করে তাঁদের সামর্থ অনুযায়ী আর্থিক সাহায্য করেন মাতৃভূমির পক্ষ থেকে সীতাংশু দাস। এ দিন প্রতিনিধি দলে ছিলেন অশোক দাস, বাপ্পা পাল, পিঙ্কু বর্মণ, রইস আহমেদ মজুমদার ও আলি লস্কর।

জামালপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াল মাতৃভূমি

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে জামালপুর গ্রামের বাসিন্দা আতাবুর রহমান বড়ভূইয়া ও তাঁর দুই ছেলে ফয়জুল হক বড়ভূইয়া ও সিরাজ উদ্দিন বড়ভূইয়ার পৃথক পৃথক থাক তিনটি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। আতাবুর রহমানের ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানান পরিবারের লোকরা। 

Author

Spread the News