প্রশ্নপত্র কেলেঙ্কারির মূল হোতা প্রণব গ্রেফতার, পলাতক বিজ্ঞান শিক্ষক কুমুদ

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মূল হোতাকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার মূল হোতা প্রণব দত্তকে লখিমপুরে গ্রেফতার করেছে সিআইডি। ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারির মূল হোতা প্রণব দত্ত লুইত খাভলু পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক ছিলেন। কুমুদ রাজখোয়ার সঙ্গে প্রশ্নপত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন দত্ত। তারা টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করেন।

জানা গেছে, কুমুদ রাজখোয়া ডাফলকাটা এইচএস স্কুলে বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বর্তমানে পলাতক রয়েছেন কুমুদ রাজখোয়া
এ দিকে, নদী পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে প্রণব দত্তকে গ্রেফতার করে সিআইডি।

প্রশ্নপত্র ফাঁসের চক্রকে পাকড়াও করতে মাজুলিতে অভিযান চলছে। লুইটের খাওলু কাম্বিং গ্রামেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আবুরাম পেগুর বাড়িতেও অভিযান চালানো হচ্ছে।

Author

Spread the News